এই মুহূর্তে জেলা

লকডাউনে নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন ডিজি’র।

হাওড়া , ৮ জুলাই:- করোনা সংক্রমণ আটকাতে কন্টেনমেন্ট এলাকার পরিধি বাড়িয়ে ফের কড়া নিয়ন্ত্রণ বিধি ফিরিয়ে আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই নয়া নিয়ন্ত্রণ বিধি কার্যকর হবে। এর আগে আজ বুধবার বিকেলে হাওড়ায় সিটি পুলিশের এক কর্মসূচিতে এসে সকলকেই নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন জানালেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তিনি বলেন, অপ্রয়োজনে বাড়ির বাইরে কেউ বেরবেন না। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকবে। হাওড়ায় লকডাউন ভালোভাবে এর আগে নিয়ন্ত্রণ করা গেছে। আগামী দিনেও তা আরও ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। বর্ধিত কন্টেনমেন্ট জোনে নতুন করে লকডাউন শুরুর আগের দিন আজ বুধবার হাওড়ায় শিবপুর পুলিশ লাইনসে আসেন রাজ্যের ডিজি ও আইজি বীরেন্দ্র। হাওড়া জেলাতেও কন্টেনমেন্ট এলাকায় আগামীকাল বিকেল ৫টা থেকে শুরু হইতে চলেছে কড়া লকডাউন। আজ হাওড়া শিবপুর পুলিশ লাইনসে এক কর্মসূচিতে এসে তিনি জানান, আমাদের আবেদন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরবেন না। পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ হাওড়া পুলিশ কমিশনারেট থেকে জানানো হবে বলেও বলেন তিনি।