নবান্ন , ৮ জুলাই:- শুধুমাত্র কন্টেনমেইন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাতেই আগামী এক সপ্তাহ কঠোরভাবে লকডাউন পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।নবান্নে আজ প্রশাসন ও বিভিন্ন মেডিকেল কলেজের কর্তাদের সঙ্গে বৈঠকের পরমুখ্যমন্ত্রী বলেন নতুন করে রাজ্যে লকডাউন জারি করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে যে প্রচার চালানো হচ্ছে তাতে জনমানসে ভুল বার্তা যাচ্ছে। সার্বিকভাবে লকডাউন করার সরকারের কোনো পরিকল্পনা নেই। রোগ ছড়িয়ে পড়া আটকাতে সংক্রমণ প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানেই বিধি-নিষেধ কার্যকর করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এক সপ্তাহ অন্তর পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, কনটেইনমেন্ট জোন ও বাফার জোন গুলিকে একত্রিত করে ছোট ছোট এলাকা লকডাউন এর জন্য বেছে নেওয়া হয়েছে। এইসব এলাকার নাম সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে।বাকি এলাকায় জনজীবন স্বাভাবিক থাকবে।কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার এই কনটেইনমেন্ট জোনের তালিকা মুখ্যমন্ত্রী নিজে খতিয়ে দেখেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কন্টেইন্মেন্ট জোনের তালিকায় প্রয়োজনের অতিরিক্ত এলাকার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ওই তালিকা পুনর্বিবেচনা করে সংশোধিত ভাবে তা প্রকাশ করতে তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন।