এই মুহূর্তে জেলা

রাজীব গান্ধীর শহীদ বেদী ভেঙে দেওয়ার ঘটনার রেশ , উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। সংঘর্ষে জখম ৫।

হাওড়া , ৪ জুলাই:- দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিতে বানানো শহীদ বেদী ভেঙে দেওয়ার ঘটনা ঘিরে শুক্রবার বিকেল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ার বাকসাড়া এলাকায়। রাতে তা ব্যাপক আকার নেয়। পরিস্থিতি ফের অগ্নিগর্ভ আকার নেয়। লোহার রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চলেছে বলে অভিযোগ। ওই ঘটনায় ৫ জন জখম হন। সাঁতরাগাছি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। কয়েকজনকে পুলিশ আটক করে। উত্তেজনা থাকায় নামানো হয় র‍্যাফ। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেল নাগাদ। বাকসাড়া মোড় এলাকায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিতে বানানো একটি শহীদ বেদী স্থানীয় এক প্রোমোটারের লোকজন এসে ভেঙে দেয় বলে অভিযোগ তোলে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, ওই প্রোমোটার নিজের স্বার্থসিদ্ধির জন্য বিল্ডিংয়ের সামনে থাকা শহীদ বেদী লোক লাগিয়ে ভেঙে দিয়েছেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বাকসাড়া মোড়ে স্থানীয়েরাই প্রথমে অবরোধ শুরু করেন। খবর পেয়ে কংগ্রেসের জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। তখন কিছু লোকজন এসে অবরোধ তোলার চেষ্টা করে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। সে সময় দক্ষিণ হাওড়া যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ সহ এক যুবককে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভ্রজ্যোতি দাস। তিনি মাথায় গুরুতর আঘাত পান। চোখেও মারাত্মক চোট লাগে তাঁর। আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। স্থানীয় বি গার্ডেন থানায় কংগ্রেসের তরফ থেকে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলের এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে রাতেও। ব্যাপক হামলা চালায় দুষ্কৃতিরা। সেখানে পৌঁছায় সাঁতরাগাছি থানার পুলিশ। আসে র‍্যাফ। এলাকা এখনও থমথমে রয়েছে।