নদিয়া , ২৬ জুন:- ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল মায়ের। চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল নদিয়ার চাকদায়। স্থানীয় সুত্রে জানা গেছে নিজের মাকে দা দিয়ে কুপিয়ে খুন করলো ছেলে। এই ঘটনায় অন্য ভাই এর বৌ ঠেকাতে গিয়ে তাকেও কোপালো ওই অভিযুক্ত। নৃশংস এই ঘটনায় স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে দু সন্তান কে পিটিয়ে চাকদহ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । নদিয়ার চাকদহ থানার ৫১ নম্বর রেলগেটের কাছে সাহা পাড়ায় গত কাল বিকেলে ঘটনাটি ঘটে। বাড়ির বড় বৌ বিথিকা বিশ্বাসের অভিযোগ মার কাছে ভাত খেতে চাই ছেলে ।ভাত খাওয়ার নাম করে যেই আমার মেজো দেওর সুকুমার বিশ্বাস ঘরে ঢুকে শিকল তুলে দেয় তৎক্ষনাত ব্যাগ থেকে দাঁ বের করে মাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। সেই দেখে আমি চিৎকার করি বেড়িয়ে আসে আমার ছোট জা দেবীকা সে প্রতিরোধ করতে গেলে তাকেও কোপাই বলে অভিযোগ।
আমার চিৎকারে পাড়ার লোক ছুটে আসে। সাথে সাথে স্থানীয় পাড়া প্রতিবেশিরা এসে খুনি দেওরকে ধরে ফেলে আমার শ্বাশুড়ী নির্মলা বিশ্বাস ও জা কে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসকেরা আমার শ্বাশুড়ী নির্মলা বিশ্বাসকে মৃত বলে ঘোষনা করে। বছর ৫৮ নির্মলা দেবী রেল লাইনের পাশে ভাঙরির দোকানে কাজ করে সংসার চালাতেন। অন্যদিকে তার ছোটজা দেবীকার অবস্থার অবনতি হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় কল্যানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় মানুষজন অভিযুক্ত সুকুমার বিশ্বাসকে বেধরক প্রহার করে চাকদহ থানায় হাতে তুলে দেওয়া হয়। নারকীয় এই নৃশংস ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার চাকদা থানার পুলিশ।