এই মুহূর্তে জেলা

পেট্রোপন্যের নিত্যদিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ মিছিল তৃনমূলের।

হুগলি , ২৬ জুন:- করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন এবং আনলক ফেজের মাঝে সরকারী নিয়ম মেনে খুলে গেছে সরকারি বেসরকারী অফিস,পথ চলা শুরু করেছে বাস সহ অনান্য পরিষেবা ।এর মাঝে বিগত বেশ কয়েকদিন ধরে প্রায় নিত্যদিন বেড়ে চলেছে পেট্রোল,ডিজেল সহ অনান্য পেট্রোপন্যের দাম।তারই প্রতিবাদে চুঁচুড়া শহরের খাদিনা মোড়ে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এবং অনান্য তৃনমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল করা হল।গলায় প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ মিছিলের সামনে সারিতে থেকে মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান”সারা বিশ্বে পেট্রোল ডিজেলের দাম কমলেও ভারতে দাম দিন দিন বেড়ে চলেছে।

বিভিন্ন অফিস খুলেছে কর্মচারীরা দুচাকা চারচাকা করে অফিসে যাওয়ার সময় যেভাবে লাগামহীন ভাবে দাম বেড়েছে তাতে মাথায় হাত পড়ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে অনান্য সকল দ্রব্যের দামে প্রভাব পড়ে। তাই প্রতিবাদ বিক্ষোভ করে আমরা সাধারন মানুষকে সচেতন করছি”। এদিনের কর্মসূচী থেকে বিধায়ক কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকারকে তোপ ডাকেন তিনি বলেন যে নরেন্দ্র মোদি সরকারের আর একমিনিটও সরকারে থাকার অধিকার নেই।এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হুগলী চুঁচুড়া পৌরসভার প্রসাশক গৌরিকান্ত মুখার্জী সমস্ত বিদায়ী কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্যগণ, কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও ২ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান প্রমুখ।