এই মুহূর্তে জেলা

আনলক হলেও দেখা মিলছে না বঙ্গোপসাগর উপকূল কেন্দ্রের একমাত্র পর্যটন কেন্দ্র বকখালি।

দক্ষিণ ২৪ পরগনা, ২৬ জুন:- পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি আর এই করোনা ভাইরাস এর জেরে দীর্ঘকালীন চলন এর ফলে বঙ্গোপসাগরের কূলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি এখন জনমানব শূন্য। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মনোরম পর্যটন কেন্দ্র বকখালি বক বাদ দিয়ে এখন শুধু খালি হয়ে রয়েছে। দীর্ঘমেয়াদী লকডাউন ও বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের জেরে বকখালির সাধারণ মানুষ থেকে সকল স্তরের ব্যবসায়ীদের রোজগার প্রায় চপাটি উঠেছে। মহামারী করোনা ভাইরাস এর জেরে একেতো চলছে লকডাউন তার ওপরে গত 20 মে যে বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে বকখালি কে প্রায় নিঃস্ব করে রেখেছে। কি বলছেন সাধারণ মানুষ থেকে কর্মব্যস্ত ব্যবসায়ীরা চলুন দেখে নিই।