এই মুহূর্তে খেলাধুলা

অবসরের পর এবার কোচের ভূমিকায় ওয়াসিম জাফর।

স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আসন্ন মরশুমের জন্য উত্তরাখন্ড ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ঘরোয়া ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান ওয়াসিম জাফর। পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাখন্ড ক্রিকেট দলের হয়ে তাঁর এক বছরের চুক্তির কথা নিশ্চিত করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ হাজারেরও বেশি রানের মালিক। উল্লেখ্য, গত মরশুম শেষে দীর্ঘ দু’দশকেরও বেশি সময়ের কেরিয়ারে ইতি টানেন মুম্বই এবং শেষদিকে বিদর্ভের হয়ে প্রতিনিধিত্ব করা এই দিকপাল ব্যাটসম্যান। অর্থাৎ, উত্তরাখন্ডের কোচ হিসেবেই পেশাদার কেরিয়ার জীবন শুরু হতে চলেছে জাফরের। উত্তরাখন্ড ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হয়ে জাফর জানিয়েছেন, ‘আমি প্রথম কোনও দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছি। এটা ভীষণই চ্যালেঞ্জিং এবং একেবারে আনকোরা বিষয় আমার জন্য। খেলার ছাড়ার পরেই এমন একটা দায়িত্ব পালনের জন্য আমি মুখিয়ে রয়েছি।’ জাফর আরও বলেন, ‘যে দলটা আমি হাতে পেয়েছি সেটা একেবারে নতুন দল। অতীতে ওদের ফলাফল বেশ উল্লেখযোগ্য। ২০১৮-১৯ মরশুমে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলেছিল উত্তরাখন্ড।