স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আগামী মাসের ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজে অভিনব একটি উদ্যোগ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। সিরিজে মারণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের নাম সম্বলিত জার্সি পড়ে মাঠে নামবে জো রুটের দল। মূলত শিক্ষক, চিকিৎসক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মীসহ করোনা যুদ্ধে নাম লেখানো ব্যক্তিদের মধ্যে যাদের ক্রিকেটিয় ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাঁদের নাম লেখা জার্সিই পরবেন খেলোয়াড়েরা। একই সঙ্গে করোনা যোদ্ধাদের সম্মানে সিরিজটির নামকরন করা হয়েছে ‘রেইজ দ্য ব্যাট সিরিজ।’ মূলত ইংল্যান্ডের টেস্ট স্পন্সর স্পেকসেভারসই নিয়েছে এই উদ্যোগ। করোনাযোদ্ধাদের নামাঙ্কিত জার্সির ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘যেহেতু করোনাভাইরাসের কারণে বিরতির পর আমরাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু করতে যাচ্ছি, তাই এ সুযোগে আমরা সেসব মানুষদের সম্মান জানাতে চাই, যারা এ কঠিন সময়ে সামনে এগিয়ে এসেছে। রেইজ দ্য ব্যাট সিরিজটি তাদের প্রতি সম্মান জানানোর একটি পদক্ষেপ।’
Related Articles
এবার প্রেসিডেন্সি সংশোধনাগারকেও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- আলিপুরের মতো এবার প্রেসিডেন্সি সংশোধনাগার ও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আলিপুর সেন্ট্রাল জেল ইতিমধ্যেই আলিপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরে। একইভাবে প্রেসিডেন্সি জেলও সেখানেই সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।পাশাপাশি আলিপুরের মহিলা সংশোধনগারও সরানোর কথা ভাবা হচ্ছে। নবান্ন সূত্রের খবর ওই তিন সংশোধনাগার ও তার সংলগ্ন […]
প্রয়াত বিধায়ক স্বরাজ মুখার্জির প্রতিষ্ঠিত অন্নপূর্ণা পূজা এখনো নিষ্ঠা সহকারে হয়ে আসছে।
তরুণ মুখোপাধ্যায় , ৩০ মার্চ:- বিগত ২৩ বছর ধরে শ্রীরামপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন বিধায়ক প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়ের বাড়ির অন্নপূর্ণা পূজা জাঁকজমকপূর্ণ এবং শ্রদ্ধাভরে হয়ে আসছে। ২০০০ সালে স্বরাজবাবু তার বাড়িতে মা অন্নপূর্ণার আরাধনা শুরু করেছিলেন, তারপর থেকে প্রতিবছর অত্যন্ত নিষ্ঠা ভরে শ্রীরামপুর কাঠগোলার মুখার্জি বাড়িতে মাতৃ আরাধনা হয়ে আসছে। বাড়ীর কত্রী ইন্দ্রানী মুখোপাধ্যায় […]
বাজি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ সরকারের।
কলকাতা, ৫ আগস্ট:- উৎসবের মরশুমে বাজি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে। একই সমস্ত বাজি কারখানায় যাতে নিয়ম মেনে সুরক্ষিত ভাবে বাজি তৈরি হয় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার নবান্নে বাজি উৎপাদন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, শ্রম, কুটির শিল্প সচিব ছাড়াও রাজ্য ও কলকাতা […]