এই মুহূর্তে জেলা

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সিঙ্গুরে বিক্ষোভ কৃষকদের।

হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর গ্রাম পঞ্চায়েতের নান্দা, গোমোতিয়া, ছিলামোড়, লাহারোড সহ বিভিন্ন এলাকায় মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। ভূমি দফতরে বারবার লিখিত অভিযোগ জানিয়ে কোনও সুরাহা না মেলায়, এদিন দুপুরে কয়েকশো কৃষক হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। কৃষকদের দাবি, অবিলম্বে জমি থেকে মাটি কেটে যে পুকুর তৈরি করা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে সিঙ্গুরের BLRO কোনও মন্তব্য করতে চায়নি।