এই মুহূর্তে খেলাধুলা

ভারত-চিন সংঘাতের প্রভাব আইপিএলে।

স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব এবার আইপিএলে। কারণ আইপিএল এর টাইটেল স্পনসর চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ২০১৮ সাল থেকে বিসিসিআই-এর কোটিপতি লিগের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভো-র চুক্তি হয়। এই নিয়ে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেন, “আগামী দিনে বোর্ড কোনও সংস্থার সঙ্গে চুক্তি করলে, দেশ এবং দেশবাসীর স্বার্থের কথা সবার আগে মাথায় রাখবে। সীমান্তে ভারতীয় সেনার ওপর চিনের আক্রমণের পর আগামী দিনে যে কোনও চিনা সংস্থাকে বর্জন করার পক্ষে বিসিসিআই। তবে আপাতত আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে এখন ভিভোই থাকছে। কারণ ২০২২ সাল পর্যন্ত ভিভোর সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। প্রত্যেক বছর ভিভোর থেকে বোর্ডের আয় ৪৪০ কোটি টাকা।

তবে চাইনিজ স্পনসরশিপের ব্যাপারে বিসিসিআই সরকারের নির্দেশিকার জন্য অপেক্ষা করবে বলেও জানা গিয়েছে। অরুণ ধুমল আরও বলেন, “আগামী দিনে কোনও সংস্থার সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে ভারতীয়দের স্বার্থ কতটা রক্ষা পাচ্ছে সেই বিষয়টা আগে দেখা হবে। চিনা সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি বোর্ডের পূর্ববর্তী সদস্যরা করেছিলেন। তাই এই চুক্তিকে সম্মান করতে হবে। চিনা সংস্থার থেকে বোর্ড টাকা পেলে সেই টাকা করের মাধ্যমে দেশের অর্থ ভান্ডারে যাচ্ছে। যা পক্ষান্তরে কিন্তু দেশেরই কাজে লাগছে। এক্ষেত্রে ভারতের টাকা আগামী দিনে চিনের স্বার্থরক্ষা করছে, নাকি চিনের টাকা আমাদের স্বার্থরক্ষা করছে সেটা দেখা জরুরি।”