এই মুহূর্তে জেলা

হাওড়ার সাইবার ক্রাইম থানার পুলিশের তৎপর‍তা। প্রতারণার হাত থেকে বাঁচলেন লিলুয়ার যুবক।


হাওড়া , ১৯ জুন:- বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম করে সাধারণ মানুষকে ভুয়ো কলে প্রতারণার ঘটনা প্রায়শই শোনা যায়। অনেকেই এদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হন। জালিয়াতদের খপ্পরে পড়ে অ্যাকাউন্ট থেকে টাকা খোওয়া যায় গ্রাহকের গচ্ছিত টাকা। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, সম্প্রতি লিলুয়ার বাসিন্দা এক যুবক এমনই এক প্রতারণার শিকার হন। প্রতারিত ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে সাইবার ক্রাইম থানার পুলিশ তৎপর হয়। বিষয়টি নজর দেওয়ার পর লিলুয়ার ওই ব্যক্তি বড়সড় প্রতারণার হাত থেকে রক্ষা পান। পুলিশ ঘটনার তদন্ত করেছে। এখানে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে প্রতারণা করা হয় বলে অভিযোগ।

এভাবেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম করে বিভিন্ন প্রতারণার ঘটনা ঘটছে। সাইবার ক্রাইম পুলিশ বিষয়টি নজরে আনছে। কখনও ব্যাঙ্কের ম্যানেজার, কখনও ব্যাঙ্কের কর্মী, কখনও বিভিন্ন সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে এরকম মানুষ ঠকানোর কারবার চলছে। বিভিন্ন সময় ‘ফ্রড কল’ আসছে প্রতারকদের কাছ থেকে। তাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষেরা। অনেক সময় বাড়ির বয়স্ক মানুষেরা এইসব ঘটনার ‘সফট টার্গেট’ হচ্ছেন। তাদের কাছ থেকে ব্যাঙ্কের পাসবই, এটিএম কার্ড নাম্বার, পিন নাম্বার প্রভৃতির তথ্য জেনে নেওয়া হচ্ছে। এরপর প্রতারণা করা হচ্ছে। বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়ে, প্রতারণা করা হচ্ছে। এসব থেকে সকলকে সচেতন থাকতে আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে।