এই মুহূর্তে জেলা

সিবিআইয়ের দাবিতে এখনও অনড় সালেম খান।


হাওড়া, ১৬ মে:- আনিস মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য হয় আগামী ৭ জুন। মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান বলেন, কোর্ট কি বলছে, রাজ্য কি বলছে জানা নেই। আমি জানি আমাকে একজন বন্দুক দেখিয়ে বাকি ৩ জন উপরে গিয়ে আনিসকে খুন করে নিচে ফেলে দিয়েছে। সেই তথ্য অনুযায়ী কোর্টকে বারেবারে সিবিআইয়ের আবেদন করা হয়েছে। সিবিআই তদন্ত না করলে ন্যায় বিচার পাওয়া যাবেনা।

সিট কতবার এসে কি বয়ান নিয়ে গেছে তা জানা নেই। বিভিন্ন সময় এসে বিভিন্ন তথ্য নিয়ে গিয়েছে। কিন্তু গোপন জবানবন্দী নিয়েছে কোর্ট। সেটাই আসল হবে। আমি সঠিক তদন্তের জন্য সিবিআইয়ের দাবি করেছি। পুলিশ বাড়িতে এসেছিল। এই পুলিশ মার্ডার করেছিল। সঠিক তদন্তের জন্য সিবিআইয়ের দরকার আছে। প্রভাবশালী ব্যাক্তি যোগ আছে আর থাকবেও। সিটের পুলিশই তো মার্ডার করেছে। সেই কারণে সিবিআইয়ের দাবি চেয়েছি। ৭ জুন তারিখ ডেট দিয়েছে আদালত। কোর্টের উপর ভরসা আছে। ওই দিন রায় যদি না পাওয়া যায় তখন সরাসরি সুপ্রিম কোর্টে যাব। এই কেস ধামাচাপা নেওয়ার জন্য সিট গঠন করা হয়েছে। সিট কোনওমতেই এই মামলার তদন্ত করবে না। ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরই হ্যারাসড করছে আর করতে থাকবে। ৭ তারিখের দিকে তাকিয়ে রয়েছি না হলে সুপ্রিম কোর্টে যাব।