এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে রাজ্যপাল।

হাওড়া , ১৭ জুন:- লাদাখে চিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে ভারতীয় সেনার বীরত্বপূর্ণ লড়াইকে কুর্ণিশ জানালেন রাজ্যপাল। বুধবার বিকালে হাওড়ায় বেলুড় মঠে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, ভারতীয় সেনারা খুব ভালো কাজ করেছে জিরো ডিগ্রী তাপমাত্রায় কঠিন পরিস্থিতিতে তারা কাজ প্রহরা দিচ্ছে। এই সেনারা ভারতের একতার জন্য, সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এদের সম্মান জানানো উচিত। এদের শ্রদ্ধা জানানো উচিত। এর আগে পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জানিয়েছি। যদি আমরা শহীদের পরিবারের পাশে না দাঁড়াই তাহলে আমাদের সংস্কৃতিকে অনাদর করা হবে।

সকলের কর্তব্য তাদের সম্মান জানানো, যাতে পরিবারের দুঃখ কিছুটা কম হয়। লকডাউনের পড়ে তারা সম্পূর্ণ সুরক্ষা বিধি মেনে বেলুড় মঠ কর্তৃপক্ষ মঠ খুলেছে। বেলুড় মঠের নিয়মানুবর্তিতা আদর্শনীয়। এদিন বিকাল ৪টার কিছু আগে রাজ্যপালের কনভয় এসে পৌঁছায় বেলুড় মঠে। প্রায় চল্লিশ মিনিট তিনি সেখানে ছিলেন। শ্রীরামকৃষ্ণ মন্দির সহ অন্যান্য মন্দিরও দর্শন করেন রাজ্যপাল। মঠ অফিসে সাক্ষাৎ করেন মহারাজদের সঙ্গেও। এরপর ৪-৪০ মিঃ নাগাদ মঠ থেকে বেরনোর সময় মূল গেটের বাইরে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। লকডাউনের পর সবরকম সতর্কতা ও কোভিডের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা সহ বেলুড় মঠে দর্শনার্থীদের জন্য মন্দির উন্মুক্ত করার প্রয়াসের তিনি ভূয়সী প্রশংসা করেন।