এই মুহূর্তে জেলা

আমফান ঝড়ের টাকা আত্মসাৎ প্রতিবাদ করলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


নদীয়া , ১৬ জুন:- আমফান ঝড়ের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, প্রতিবাদ করতে গেলে এক বিজেপি কর্মীকে মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, নবলা গ্রাম পঞ্চায়েতের তালতলা পাড়ার পঞ্চায়েত সদস্য অভিমুন্য দাস এবং আরো এক সদস্যের স্বামী বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা আম ফানি ঝড়ের ক্ষতিগ্রস্তদের টাকা নিজেরাই আত্মসাৎ করেছে। অভিযোগ, ওই টাকা সাধারণ মানুষকে দিতে হবে যারা সত্যিই ক্ষতিগ্রস্ত মূলত এই দাবি তুলে পঞ্চায়েত সদস্যর কাছে প্রতিবাদ করতে গেলে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়।

কেড়ে নেওয়া হয় তার মোবাইল। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার পুলিশ গিয়ে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই বিজেপি কর্মী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও ওই বিজেপি কর্মীরা অভিযোগ অস্বীকার করেছে ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি বলেন আমাদের টাকা নিয়ম মেনেই যারা ক্ষতিগ্রস্ত তাদের দেওয়া হয়েছে। বিজেপি চক্রান্ত করে ঝামেলা পাকানোর চেষ্টা করছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।