এই মুহূর্তে জেলা

অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগ। আরপিএফের জালে গ্রেফতার ১।

হাওড়া , ১৪ জুন:- অবৈধভাবে রেলের টিকিট বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল আরপিএফ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার নিশ্চিন্দার একটি মার্কেটে অভিযান চালানো হয়। অবৈধ উপায়ে রেলের টিকিট বিক্রির অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অভিমন্যু কুমার সিং(৪০)। নিশ্চিন্দার বাসিন্দা তিনি। তার বিরুদ্ধে অভিযোগ নিজস্ব ইউজার আইডি ব্যবহার করে তিনি বেআইনিভাবে টিকিটের কালোবাজারি করছিলেন। আরপিএফ সূত্রের খবর, তিনি রেলের টিকিট বিক্রির নথিভুক্ত এজেন্ট। রেলের নথিভূক্ত এজেন্ট হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি নিজস্ব ইউজার আইডি ব্যবহার করে বেআইনিভাবে রেল টিকিটের বেআইনি ব্যবসা করছিলেন।

এই অভিযোগ পেয়ে আরপিএফ তদন্ত শুরু করে। নিশ্চিন্দা থানার সঙ্গে রেল পুলিশ শনিবার দুপুরে যৌথভাবে নিশ্চিন্দা থানা এলাকার স্টেশন মোড়ে অভিষেক সুপার মার্কেটে অভিযান চালায়। সেখানে বেআইনি টিকিটের খোঁজ চালানো হয়। অভিযুক্তের ব্যবহৃত কম্পিউটারে টিকিটের পিডিএফ দেখার সময় প্রথমে অভিযুক্ত অভিমন্যু কিছু স্বীকার না করলেও পরে তিনি অপরাধ কবুল করেন। ধৃতের কাছ থেকে পুলিশ পুরনো ও নতুন মিলিয়ে মোট বারোটি ট্রেনের টিকিট ( যার মূল্য ৩১ হাজার ২৯৪ টাকা ) বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও অভিযুক্তের ব্যবহৃত সিপিইউ একটি মোবাইল এবং নগদ ২ হাজার ৫০০ টাকা টাকাও বাজেয়াপ্ত করা হয়।