হুগলি, ১৭ মার্চ:- গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। পঞ্চম দফাই ২০ শে মে হুগলি জেলায় নির্বাচন হবে। ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যে ১৬ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী মনোদীপ ঘোষ।
রবিবার বিকেলে চুঁচুড়ার তালডাঙ্গা থেকে প্রার্থী কে নিয়ে এক মিছিল বের হয়। এই মিছিল তোলা ফটোক, ঘড়ির মোড় হয়ে চুঁচুড়ার পিপুল পাতি মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এদিনের এই মিছিলে পা মিলিয়েছিলেন বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মীরা।