এই মুহূর্তে জেলা

বিধায়কের উদ্যোগে ডানকুনিতে বসলো সব্জির হাট।

চিরঞ্জিত ঘোষ, ৭ জুন:- করোনা এবং আমফান এই জোড়া বিপর্যযে় বাংলার মানুষ আজ বিপর্যস্ত। এই সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য , এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা মাথায় রেখে আজ ডানকুনির মনোহরপুর পূর্ব ক্লাব সংগঠনগুলি এবং সমৃদ্ধি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫০০ জন গরিব মানুষের মধ্যে সবজি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এ বিষয়ে বিষয়ে বলতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রকাশ রাহা জানান যে এই বিপর্যয় রাজ্যের এই বিপর্যয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। রাজ্যের মানুষ যাতে এই অবস্থায় কোন কষ্ট না পান সে ব্যাপারে তিনি লক্ষ্য রেখেছেন তাঁরই অনুপ্রেরণায় এবং আমাদের স্থানীয় বিধায়ক এর নির্দেশে আজ আমরা এই কর্মসূচি পালন করলাম ।

এবং আগামী দিনেও আমরা বেশ কটি কর্মসূচি নিচ্ছি এর মধ্যে আমরা জানি গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কিন্তু সম্প্রতি ঝরে রাজ্যের হাজার হাজার গাছ পড়ে গেছে ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমরা আগামী সপ্তাহ থেকে আমাদের এখানকার বিভিন্ন জায়গায় চারাগাছ স্থাপন করার লাগাবার কাজ করব এর সঙ্গে সঙ্গে এ মাসের শেষে এই এলাকায় দুটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কারণ এই সময়ে রক্তের খুব অভাব থাকে সেই অভাব পূরণের জন্য আমাদের এই প্রয়াস। আজকের অনুষ্ঠানে বিধায়ক স্বাতী খন্দকার ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ,ডানকুনি পুরসভার প্রশাসক হাসিনা শবনম।