হাওড়া, ৫ জুন:- শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে হাওড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়া সিটি পুলিশ, হাওড়া পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগেও এদিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। হাওড়ার ফোরশোর রোড, হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সহ জেলার বিভিন্ন প্রাপ্তেই এদিন পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। মন্ত্রী অরূপ রায় জানান, আমফান ঝড়ে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে অনেক গাছ পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই করোনা আবহের মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সবুজ বিপ্লব ঘটনার জন্যই এই কর্মসূচি।
এর পাশাপাশি এদিন বিশ্ব পরিবেশ দিবসে এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন ওয়াকার সংগঠনের উদ্যোগে গার্ডেনের মেইন গেটে কোভিড-১৯ ভাইরাসের নিয়মবিধি মেনে এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন বাঁচাও দিবস হিসেবে পালিত হয়। অন্যদিকে, এদিন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া শাখার উদ্যোগে বোট্যানিক্যাল গার্ডেনের মেইন গেটে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কিত নিয়মবিধি মেনে অবস্থান কর্মসূচি পালিত হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া জেলার পক্ষে বিশ্ব পরিবেশ দিবসকে এজেসি বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বাঁচাও দিবস হিসেবে পালন করা হয়।