এই মুহূর্তে বিনোদন

করোনার জের , বলিউডে বিবাহ বিভ্রাট।


এন্টারটেনমেন্ট ডেস্ক ,৩১ মে:- করোনার থাবায় বলিউডে শুধুমাত্র অভিনয় বন্ধ হয় নি। সাতপাকেও বাধা করোনা। দেশজুড়ে চলা চার দফার লকডাউন ও পয়লা জুন থেকে শুরু হচ্ছে আনলক ওয়ান। তার জেরে যে কোনও ধরনের অনুষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তার ফলে গোটা দেশে বিবাহের অনুষ্ঠান স্থগিত। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, লকডাউনের কারণে এ বছর বলিউড অভিনেতাদের বিয়েও আটকে গিয়েছে। বরুণ ধাওয়ান ও তাঁর প্রেমিকা নাতাশা দালালের থাইল্যান্ডের বিয়ের পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। বরুণ এবং তাঁর দীর্ঘদিনের পুরনো প্রেমিকা নাতাশার থাইল্যান্ডে বিয়ে করার পরিকল্পনা ছিল মে মাসেই। কিন্তু সেই বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। বিয়ের রিসেপশনের রাজকীয় আসর বসার কথা ছিল গোয়াতে। রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠান চলত এক সপ্তাহ ধরে। মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন সবই হতো গোয়ার কোনও বিলাসবহুল হোটেল বা বিচ রিসর্টে। কিন্তু লকডাউনের জেরে বরুণ ও নাতাশার সেই বিয়ে আপাতত স্থগিত।

অন্যদিকে রনবীর কাপুর ও আলিয়া ভাটের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনাও আপাতত স্থগিত। রনবীর ও আলিয়া, যাঁরা গত একবছর ধরে ডেট করছেন, তাঁদেরও চারহাত এক হওয়ার কথা ছিল এ বছরের ডিসেম্বরে। ব্রহ্মাস্ত্রের মুক্তির পরই তাঁদের বিয়ে করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ছবির মুক্তিও পিছিয়ে যায় এবং রনবীরের বাবা ঋষি কাপুরের প্রয়াণের পর এই বিয়ে কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই যুগলের বন্ধুদের মতে কাপুর পরিবার এ বছর বিয়ের অনুষ্ঠান নাও করতে পারে এবং আগামী বছর হয়ত এই বিয়ে হতে পারে। আলিয়ার বাবা মহেশ ভাট এক সাক্ষাতকারে জানিয়ে ছিলেন যে তিনি রনবীরকে ভালোবাসেন এবং আলিয়া ও রনবীর অবশ্যই সম্পর্কে রয়েছে।