শুভজিৎ ঘোষ ,৩০ মে:- আবারো পরিযায়ী শ্রমিকদের গাড়ি দুর্ঘটনার কবলে চেন্নাই থেকে ফেরার পথে কেশপুর এলাকায় মারুতি ভ্যান এর সাথে ১০ চাকা ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়, মারুতি ভ্যানের মধ্যে ছয়জন থাকা অবস্থায় গুরুতর আহত হয়।কেশপুর বাজারের ওপর ১০ চাকা ডাম্পারের উল্টে যায় ঘটনাস্থলে ডাম্পারের ড্রাইভারকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনাস্থলে ৬ জন পরিযায়ী শ্রমিকে প্রথমে তুলে নিয়ে আসা হয় কেশপুর গ্রামীণ হাসপাতালে ।তারপর তাদের গুরুতর অবস্থার জন্য স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল এদের মধ্যে ৬ জন পরিযায়ী শ্রমিক কাজ করতেন চেন্নাইতে।স্থানীয় সূত্রে জানা গেছে,চেন্নাই থেকে কয়েকজন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছিলেন ট্রেনে করে সকালে তারা খড়গপুর টেশনে নামে। তারপর ঐখান থেকে মারুতি ভ্যান ভাড়া করে যাছিলেন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া,শ্যামবাজার অঞ্চলে। খড়গপুর থেকে আসার পথে কেশপুরে একটি লড়ির সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রাইভার ছয়জন প্যাসেঞ্জার গুরুতর আহত হয়।
https://youtu.be/hO1VgO_kvFU