এই মুহূর্তে কলকাতা

পুজোয় দোকান , বার /রেস্তোরাঁ খোলায় বাড়তি ছাড় নবান্নের।

কলকাতা, ১০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে এখন পুরোপুরি শারদোৎসবের মেজাজ।কোভিড বিধি নিষেধ মেনে মানুষ যাতে যথা সম্ভব উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। তাই মানুষ যাতে উৎসবের দিন গুলোতে সাধ মিটিয়ে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে পারে সে ব্যাপারে উদ্যোগী হল নবান্ন। এবার দোকানপাট, রেস্তরাঁ খোলা রাখার বিধিনিষেধেও সাময়িক ছাড় দেওয়া হল। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পুজোর সময় সমস্ত দোকান, রেস্তরাঁ ও পানশালা স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

রবিবার থেকে কুড়ি তারিখ পর্যন্ত স্বাভাবিক সময়ে রাজ্যের সব বার, রেস্তোরাঁ খোলা থাকবে বলে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। পুজোর ১১ দিন রাতে ঠাকুর দেখার সুবিধাও করে দেওয়া হয়েছে। ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকছে না নৈশ কার্ফু। দোকান, রেস্তরাঁ ও পানশালা রাত ১০টা পর্যন্ত খোলা থাকত। সেই নিয়ম শিথিল করল নবান্ন। জানানো হল, ১০ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে ২০ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত সময় খোলা রাখা যাবে পানশালা। ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। নৈশ কার্ফু শিথিল করা হয়েছে। রাজ্যে চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত।