হাওড়া , ২৮ মে:- বুধবার সন্ধ্যে থেকে ব্জ্র বিদ্যুৎ সহ প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়েছিল হাওড়ায়। রাতের দিকে ঝোড়ো হাওয়া কমলেও বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও একনাগাড়ে বৃষ্টি পড়ছে। ঘূর্ণিঝড় আমফানে’র পর ফের আবহাওয়ার অবনতি হয়েছে। ঘূর্ণিঝড় আমফানে’র সাত দিন পর বুধবার সন্ধ্যায় কয়েক কিমি বেগে কালবৈশাখী ঝড় হয় হাওড়ায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিহার থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ছিল। সেটি সরেছে দক্ষিণবঙ্গের দিকে। সেই কারণেই অক্ষরেখার টানে জলীয় বাষ্প ঢুকে ব্জ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি চলতে পারে বলেও মনে করা হচ্ছে।







