তরুণ মুখোপাধ্যায়, ১ ফেব্রুয়ারি:- করোনার ঢেউ আস্তে আস্তে স্তিমিত হচ্ছে। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তাই গত সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী তিন তারিখ থেকে রাজ্যের স্কুলগুলি খুলবে। সেই কথা মাথায় রেখেই বৈদ্যবাটি পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটার এবং প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ, তাঁর এলাকার স্কুলগুলিতে স্যানিটাইজ এর কাজ শুরু করলেন। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু বলেন আমার এই ১০ নম্বর ওয়ার্ডের চারটি স্কুল রয়েছে সেই স্কুলগুলিতে আগামী তিন তারিখ থেকে পঠন-পাঠন শুরু হবে, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা সকাল থেকেই এই স্কুলগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন সঙ্গে সঙ্গে স্কুলভবনগুলি এবং ক্লাসরুম গুলিকে স্যানিটাইজ করা হলো। কারণ আমাদের ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন পর তারা আবার স্কুলে যোগ দিচ্ছেন।
তাই হাতে আমাদের সময় কম। যার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে আজ আমরা এই কাজটা করলাম। এবং আমরা আগামী ৩ তারিখেও যেদিন স্কুল খুলবে সেদিনও আমরা করব। খোলার আগে আমরা পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আবার ক্লাসরুম গুলি এবং ভবনগুলি এই ধরনের জীবাণুমুক্ত করার কাজ করবো। এদিকে সুবীর বাবুর এই কাজে অত্যন্ত খুশি অভিভাবকরা। তারা জানিয়েছেন যেভাবে করোনার থাবা সারা দেশ জুড়ে পড়েছিল ফলে প্রায় সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। সবথেকে অসুবিধার মধ্যে পড়েছিল ছাত্রছাত্রীরা। দীর্ঘ দুই বছর ধরে ক্লাসরুমের পড়াশোনা বন্ধ থাকার ফলে তাদের ভার্চুয়ালি পড়াশোনা করতে হচ্ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্কুল খোলার কথা ঘোষণা করার পর আবার আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে তার আগে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে আমাদের কাউন্সিলর প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।