মালদা ,২৮ মে:- গত চার দিন পথে ঘুরে দিন রাত কাটলো যুবকের । শুধু অপরাধ ভিনরাজ্য ফেরত কাকার ব্যাগ হাতে নিয়েছিল সে । অবশেষে অর্ধাহার অনাহার ওই যুবককে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিলো মালদার ইংরেজ বাজার ব্লকের মিল্কি ফাঁড়ির পুলিশ । শুধু তাই নয় হাতে খাওয়ারের প্যাকেট তুলে দিয়ে গ্রামের মানুষদের সচেতনও করে গেলেন পুলিশ ।জানা যায় গত রবিবার মিল্কি ফাঁড়ি এলাকার বিনোদপুরের বাসিন্দা সুদর্শন মন্ডল ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরে । সেই মত কাকাকে নিতে বাস স্ট্যান্ডে নিতে যায় রোহিত । অভিযোগ কাকা সুদর্শনের ব্যাগ হাতে নেওয়ায় তাকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হয়নি । সুদর্শন বাবুর ঠাঁই কোয়ারানটাইন সেন্টারে হলেও চার দিন ধরে ভব ঘুরের মত দিন কাটাতে হয় রোহিতকে । অবশেষে মিল্কি ফাঁড়ির ইনচার্চ মনিরুল ইসলাম বিষয়টি জানতে পেরে ওই যুবককে উদ্ধার করে । উদ্ধার হওয়ার পর মিল্কি গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় রোহিতের । পরে মনিরুল বাবু নিজেই ওই যুবককে গাড়িতে নিয়ে বাড়ি পৌঁছে দেন । হাতে তুলে দেন শুকনো খাওয়ারের প্যাকেট । তিনি এলাকার মানুষদেরও সচেতন করার পাশাপাশি হুশিয়ারীও দেন যারা করোনা নিয়ে এলাকায় বিভ্রান্ত ছড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে মিল্কি ফাঁড়ির পুলিশের এহেন মানবিক রূপ দেখে সাধুবাদ জানিয়েছেন ওই যুবকের পরিবার থেকে এলাকার বুদ্ধিজীবীরা ।