এই মুহূর্তে জেলা

বিভিন্ন দাবিকে সামনে রেখে সিটু ও আই, এন,টি,ইউ,সির বিক্ষোভ জেলায় জেলায়।


নদীয়া , গোঘাট, ২৭ মে:- কয়লাখনি গুলির বেসরকারিকরণ , পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ১৪ দিন কোয়ারান্টিনে থাকার খাদ্য যোগান ,ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা শ্রমিকের একাউন্টে দেওয়া সহ বেশ কিছু দাবীতে সরব হলেন আই এন টি ইউ সি, এ আই টি ইউ সি, সি আই টি ইউ এর শ্রমিক সংগঠনগুলো। রাজ্যবাসী এ ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয় বেশ কিছুদিন আগেই, আমফান ঝড়ের ফলে স্থগিত ছিল। আজ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নিজ নিজ সংগঠনের ফ্লাক্স ব্যানার নিয়ে। শান্তিপুরে আজ  কাশ্যপপাড়া পোস্ট অফিসের সামনে এ আই টি ইউ সির পক্ষ থেকে তপন কর্মকার, সি আই টি ইউ পক্ষ থেকে সৌমেন মাহাতো, আইএন টি টি ইউ সি পক্ষ থেকে অলক চ্যাটার্জী এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি আরামবাগে ও একই দাবিতে  রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নীতির ফলে মানুষরা পড়েছে বেকায়দায় এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের সম্পর্কে কোনরূপ কোন চিন্তাভাবনা নেই এই দুই সরকারের এমত অবস্থায় এই শ্রমিকদের উপযুক্ত পদক্ষেপ নেয়ার জন্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানোর জন্য সি আই টি ইউ শাখার পক্ষ থেকে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

There is no slider selected or the slider was deleted.