স্পোর্টস ডেস্ক, ২৭ মে:- করোনার প্রকোপ একটু কমতেই ইতালিতে ফুটবল লিগ শুরুর প্রস্তুতি নিয়েও, প্রত্যাবর্তনের আগেই বিতর্ক। ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ইতালির সময় অনুযায়ী কয়েকটা ম্যাচ হবে দুপুর সাড়ে চারটে। যার পরই জুভেন্তাস, এসি মিলান, ইন্টার মিলান,রোমা, ইটালিয়ান সিরি এ’র প্রতিটা হেভিওয়েট ক্লাবই প্রশ্ন তুলে দিয়েছে, কী ভাবে গ্রীষ্মের এমন তীব্র দাবদাহে দুপুরে মাঠে নামবেন ফুটবলাররা? এসি মিলানের এক সূত্রের মতে, ইতালির ফুটবল ফেডারেশন ফুটবলারদের কথা চিন্তা না করে শুধু আর্থিক দিকটাই দেখছে। আগামী ১৩ জুন থেকে শুরু হবে ইতালির লিগ। তার আগেই ইতালি ফুটবলে বিক্ষোভের আঁচ। মাঠের বাইরে সমর্থকদের ভিড় যাতে না হয় সেই কারণে বিনামূল্যে টিভিতে ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সিরি এ ম্যাচ দেখতে গেলে কোনও সাবস্ক্রিপশনের টাকা দিতে হবে না। এখানেই ফের দেখা দিয়েছে সমস্যা। ক্লাবদের দাবি এমনিতেই করোনার জন্য ফুটবল বন্ধ থাকায় তাদের বড় রকমের আর্থিক ক্ষতি হয়েছে। তার উপর যদি টিভি সম্প্রচার থেকে আসা টাকা তারা না পায় তা হলে ফুটবলারদের বেতন দেবে কী করে? ফলে ক্লাবগুলি পরামর্শ দিয়েছে, গোটা ম্যাচের হাইলাইটস বিনামূল্যে দেখানো হোক। তবে লাইভ ম্যাচ দেখার জন্য যাতে টাকা নেওয়া হয়।