এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় দলে ফিরতে পরীক্ষা দিতে হবে রোহিতকে !

 

স্পোর্টস ডেস্ক, ২৫ মে:- গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের মাঝপথেই চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন হিটম্যান। তারপর আর দলে কামব্যাক করার সুযোগ হয় নি রোহিত শর্মার। কারণ চোট সরিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক। তবে লকডাউনের জন্য ভেস্তে যায় তাঁর কামব্যাকের প্রচেষ্টা। যেহেতু চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে চোট সারিয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন রোহিত, তাই আবারও জাতীয় দলে ফিরে আসতে হলে ফিটনেসের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ  অনুশীলনে যোগ দেওয়ার আগে ফিটনেস টেস্টে পাশ করতে হবে রোহিত শর্মাকে। এ খবর নিজেই জানালেন হিটম্যান। রোহিত বলেন, “লকডাউন ঘোষিত হওয়ার আগেই আমি মাঠে নামার জন্য প্রায় প্রস্তুত ছিলাম। এক সপ্তাহের মধ্যেই আমার ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল। লকডাউনের জন্যই সব পরিকল্পনা ভেস্তে যায়। স্বাভাবিকভাবেই সবকিছু পিছিয়ে যায়। সবকিছু খুললে প্রথমেই আমাকে এনসিএতে যেতে হবে ফিটনেস টেস্ট দেওয়ার জন্য। ফিটনেস টেস্টে পাশ করলে তবেই আমাকে জাতীয় দলের সঙ্গে ট্রেনিং শুরু করার অনুমতি দেওয়া হবে। “

There is no slider selected or the slider was deleted.

উল্লেখ্য, চোটের জন্য অবশিষ্ট নিউজিল্যান্ড সফর ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের দলে ছিলেন না রোহিত। যদিও করোনা মহামারীর জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ স্থগিত হয়ে যায় মাঝপথে। এরপর লকডাউনে পরিবারের সঙ্গে মুম্বই এর ফ্ল্যাটেই সময় কাটাচ্ছেন রোহিত। স্যোশাল মিডিয়ায় অনলাইনে দলের সতীর্থ থেকে অন্যান্য দেশের ক্রিকেটারদের সঙ্গেও মাঝেমধ্যেই ভিডিও কলিং এ কথা বলছেন তিনি। শেয়ার করছেন নিজের ক্রিকেট জীবনের বিভিন্ন ঘটনার কথাও। আবার লকডাউনে বাড়িতেই অনাড়ম্বর ভাবেই নিজের জন্মদিন পালন করেন হিটম্যান।