হাওড়া,২৩ মে:- শনিবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ হয়। আজ সকালে হাওড়ার বালিহল্টের কাছে রাস্তায় গাছ ফেলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন নিশিন্দা এলাকার বাসিন্দারা। অভিযোগ, ঘূর্ণিঝড় ‘উম্পুনে’র জেরে টানা চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এই কারণেই সেখানে জাতীয় সড়ক অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।ঘটনাস্থলে আসে বালি ট্রাফিক এবং নিশ্চিন্দা থানার পুলিশ। এর পাশাপাশি হাওড়ার বলাই মিস্ত্রি লেনেও পানীয় জল আসেনি। বিদ্যুৎ নেই। এর প্রতিবাদে জিটি রোডে পথ অবরোধ হয়। প্রায় আধ ঘন্টা এখানে অবরোধের পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে বিকেলে অবরোধ হয় ক্যারি রোড সংলগ্ন শেখপাড়া লেনে। সেখানেও খবর পেয়ে পুলিশ আসে।