এই মুহূর্তে জেলা

কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে চাষীরা ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা।

হুগলি,২২ মে:- আমফান সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হল হুগলি জেলার চাষে।ধান ,তিল,বাদাম ,পাট ছাড়াও পটল, ঝিঙে ,চিচিঙ্গা, বরবটির মত মাচার সব্জি,পেঁপে ,আম,লিচু ,কলা সব ধরনের ফসলেই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর।প্রচন্ড গতিতে ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এখনো মোট ক্ষয়ক্ষতির হিসাব হয়নি। তবে কৃষি আধিকারীকরা জানিয়েছেন কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে পরেছেন চাষীরা।যাদের ফসল বিমা করানো আছে তারা ক্ষতিপূরন পাবেন। তবে ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

There is no slider selected or the slider was deleted.