এই মুহূর্তে জেলা

হাওড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভায় জরুরি বৈঠক।

হাওড়া, ১১ জানুয়ারি:- হাওড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভায় জরুরি বৈঠক হয়ে গেল মঙ্গলবার দুপুরে। ফেব্রুয়ারি থেকেই পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গেছে। নিকাশি ব্যবস্থা ঠিক করতে এবার বর্ষার অনেক আগে থেকেই আগাম উদ্যোগ নিয়েছে হাওড়া পুরনিগম। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্ত্তী, ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, প্রশাসকমন্ডলীর সদস্য রিয়াজ আহমেদ, মনজিৎ রাফেল, রাইচরণ মান্না সহ হাওড়া পুরনিগমের আধিকারিকরা। এবার বর্ষায় বেশি সমস্যা হওয়া ওয়ার্ডগুলোয় (১৪টি) ফেব্রুয়ারী মাস থেকে নিকাশির কাজ শুরু হবে এবং ৪৫ থেকে ৫০নং ওয়ার্ডে বেশি নজর থাকবে। বর্ষার সময় প্রতিটি ওয়ার্ডের ড্রেনগুলো যাতে আগাম পরিস্কার থাকে সেই জন্য এখন থেকেই নিয়মিত কাজ শুরু করতে উদ্যোগী হয়েছে হাওড়া পুরনিগম।