এই মুহূর্তে জেলা

চুঁচুড়া থেকে সাইকেল নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দিল ৭ পরিযায়ী শ্রমিক।

হুগলি,১৯ মে:- ঘূর্ণিঝড় আমফানের চোখ রাঙানির পরোয়া না করেই চুঁচুড়া থেকে সাইকেল নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দিল ৭ পরিযায়ী শ্রমিক।সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ চুঁচুড়া তালডাঙ্গা থেকে আসামের ধুবরির উদ্দেশ্যে রওনা দেন।পরিযায়ী শ্রমিকেরা জানিয়েছে মাস ছয়েক ধরে তাঁরা চুঁচুড়ার তালডাঙা থেকে একটি কোম্পানীর হয়ে সেলস ম্যানের কাজ করত।কিন্তু প্রায় দু;মাস ধরে লক ডাউন চলতে থাকায় কোম্পানী তাদের বেতন দিতে পারবে না বলে হানিয়ে দিয়েছে।তারপর থেকে তাঁরা তাদের জমানো সঞ্চয় দিয়েই কোন রকমে অন্ন জোগাড় করছিলেন।কিন্তু কেন্দ্রীয় সরকার লক ডাউনের মেয়াদ বৃদ্ধি করতেই পরিযায়ী শ্রমিকেরা নিজেদের শেষ সঞ্চয় দিয়ে সাতটি পুরনো সাইকেল কেনেন।এরপর এ দিন কাকভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। এদিন রাত আটটা নাগাদ পরিযায়ী শ্রমিক মোসারফ হক বলেন, রাস্তায় একটি ট্রাক চালক আমাদের সাইকেল চালাতে দেখে জানতে চায় আমরা কোথায় যাব।আমরা ট্রাক চালক কে জানাই আমরা আসামে যাব।এরপর ওই ট্রাক চালক আমাদের সাত জন কে ট্রাকে তুলে নেয়।আমাদের মুর্শিদাবাদ পর্যন্ত ছেড়ে দেয়।রাতে আমরা মুর্শিদাবাদ থানায় গিয়ে আমাদের সমস্যার কথা জানালে পুলিশ রাতে আমাদের থাকার ব্যবস্থা করে দেয়।    

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.