এই মুহূর্তে খেলাধুলা

স্পেনে ফুটবল ফিরলেও , ইতালিতে ফুটবলে অশনি সঙ্কেত !

 

স্পোর্টস ডেস্ক, ২০ মে:- করোনাকে হার মানিয়ে দীর্ঘ প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর বিশ্বে আবারও ফিরেছে ফুটবল।  জার্মানির বুন্দেসলিগা দিয়ে বিশ্বে ফুটবলযজ্ঞ শুরু হয়েছে। জার্মানির পর বিশ্বের আরও দুই গুরুত্বপূর্ণ ফুটবল প্রধান দেশেও এবার ফুটবল ফিরবে বলে চলছিল চূড়ান্ত প্রস্তুতি। সেই মতো স্পেনে সোমবার থেকে ফুটবল অনুশীলনে নেমে পড়লেন ফুটবলাররা। সোমবার নিয়ম নেমে গ্রুপ করে বার্সেলোনা দল প্রস্তুতি শুরু করল। এই প্রথম স্পেনে গ্রুপ করে ফুটবল প্র্যাকটিস শুরু। সামাজিক দূরত্ব বজার রাখা নিয়ে এখন কড়াকড়ি রয়েছে। করোনা আতঙ্ক পুরোপুরি কমেনি। বিশ্বজুড়ে এখনও ভাইরাসের তাণ্ডব চলছে। তাই লা-লিগা শুরুর আগে সোমবারের প্রথম দলগত ট্রেনিং এ কড়া নজরদারি ছিল। লা-লিগায় মাঠে বল গড়ানোর আগে মেসিদের ফের দ্বিতীয়বার করোনা পরীক্ষা হয়েছে। করোনা উদ্বেগের কারণে প্রস্তুতিতে এখন নানা বিধি নিষেধ রয়েছে। প্রস্তুতির গ্রুপে এখন ১০ জনের বেশি রাখা যাবে না বলে লা-লিগার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো মেসিরা সোমবার দলগত প্রস্তুতিতে মাঠে নেমে পড়ে। এছাড়া বডি কন্ট্যাক্ট এড়িয়ে চলতে বলা হয়েছিল। পাশাপাশি ফ্রি- কিক ট্রেনিংও প্রস্তুতির প্রথম দিন বন্ধ রাখা হয়। লিওনেল মেসি-টনি ক্রুসরা বার্সা-রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম দিন এই সব নিয়ম মেনেই প্রস্তুতি সারেন।

There is no slider selected or the slider was deleted.

তবে স্পেনে ফুটবল প্রস্তুতি শুরু হলেও, লিগ শুরুর আগেই করোনা আতঙ্কে ফের ফুটবল প্রস্তুতি থেমে গেল ইতালিতে। সিরি এ লিগের ক্লাব পারমার দু’জন ফুটবলারের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাঁদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত ১৩ জুন থেকে ইতালির সিরি এ লিগে ঢাকে কাঠি পড়ার কথা ছিল। তার আগে পারমার দু ‘জন ফুটবলারের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলার খবরে আগামী মাসে লিগ শুরু করার ক্ষেত্রে আরও একবার বাধা তৈরি হল। ১৪ জুন পর্যন্ত সরকারিভাবে সিরি এ লিগ স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতালির ফুটবল ফেডারেশন এই খবরের সত্যতা স্বীকার করেছে। ইতালির সরকার ১৪ জুন পর্যন্ত দেশে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়। ফলে মেসিদের জন্য সুখবর এলেও, রোনাল্ডোদের আপাতত ফুটবলে ফেরার আশা কার্যত হারিয়ে গেল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.