হাওড়া,১৩ মে:- হরিদ্বারে লকডাউনে আটকে পড়া ২১ জন বাঙালি পর্যটককে ফিরিয়ে আনা হলো হাওড়া বালিতে। দীর্ঘ ৫১ দিন হরিদ্বারে আটকে পড়া ২১জন বাঙালি পর্যটক বাড়ি ফিরলেন হাওড়ার বালিতে। মন্ত্রী অরূপ রায় ও বালির তৃণমূল নেতা ভাস্কর গোপাল চ্যাটার্জির বিশেষ উদ্যোগে হরিদ্বার থেকে বাসে করে এদের আজ ফিরিয়ে আনা হয়। বালি থানার উদ্যোগে এদের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়। থার্মাল স্ক্রিনিংয়ের পর এরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদের আপাতত ১৪দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। পরিজনরা ঘরে ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।