সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল ১১টা নাগাদ চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরের সামনে উপস্থিত হন সাংসদ অর্জুন সিং। সেখানে এসে তিনি জানতে পারেন ডিএম নয় এ ডিএমের সাথে তিনি দেখা করতে পারেন। এরপরই বেঁকে বসেন সাংসদ। তিনি সটান ডিএম অফিসের সামনেই ফুটপাথে বসে পরেন। তাঁর পাশে বসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপাঞ্জন গুহ, দলের হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ দলীয় নেতা কর্মীরা। তখন গোটা ডিএম চত্ত্বরে টানটান উত্তেজনা। মাঝেমাঝেই গেটে থাকা পুলিশ কর্মীদের কাছে ডিএমের সাথে একবার দেখা করার আবেদন এলেও কোন সাড়া মেলেনি। অর্জুন সিং এখান থেকেই জেলাশাসককে চ্যালেঞ্জ করে বলেন আজ উনি কেনো দেখা করলেন না সে বিষয়ে ওনাকে সংসদের বিশেষ কমিটির কাছে জবাব দিতে হবে।
পাশাপাশি আজ থেকে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন অর্জুন বাবু। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী সেখানে এসে অর্জুন সিং-এর পাশে বসে পরেন। বেশ কিছুক্ষন বসে থাকার পর গেটের পুলিশ কর্মীদের সাথে কথা বলে দুই সাংসদ ঢুকে পরেন ডিএম অফিসে। কিন্তু সেখানেও প্রথমে একতলা এবং পরে দোতলায় চলে একপ্রস্থ নাটক। সবশেষে ডিএমের সাথে দেখা না হওয়ায় তাঁরা তেলিনিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে মানকুন্ডু জ্যোতির মোড়ে তাঁদের পথ আটকায় পুলিশ বিশাল পুলিশ বাহিনি। উপস্থিত ছিলেন এসিপি হেডকোয়ার্টার গোলাম সারওয়ার। সেখানে পুলিশের সাথে বেশকিছুক্ষন বচসা চলার পর অবশেষে দুই সাংসদ ফিরে যেতে বাধ্য হন। এদিন লকেট চ্যাটার্জী ডিএম ও সিপির বদলির দাবী করেন। অন্যদিকে লকেট চ্যাটার্জীকে নিখোঁজ চ্যাটার্জী বলে কটাক্ষ করার পাশাপাশি অর্জুন সিংকে গুন্ডা বলে দাবী করেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন উস্কানিমূলক মন্তব্যের জন্য এই দুজনকেই অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। পাশাপাশি দিলীপ যাদবের বক্তব্য লকেট, অর্জুন, দিলীপ’ মুকুল এদের কাজ শুধু রাজ্যপাল পর্যন্ত যাওয়া এবং সকাল থেকে রাজ্যপালের সাথে ট্যুইট করা।Related Articles
করোনা সচেতনতায় হাওড়ায় পথে পুলিশ , চলল প্রচার , রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করা হলো।
হাওড়া , ২৩ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। আগামী দিনে আক্রান্তের হার বেড়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলায় এখন থেকেই সতর্কতা নেওয়া হলো হাওড়া পুলিশ প্রশাসনের তরফ থেকে। হাওড়া শহর এলাকাতেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাস্তাঘাটে মাস্ক পরা বাধ্যতামূলক করল হাওড়া সিটি পুলিশ। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার উপরেও বিশেষ […]
বিনা নোটিশে শেষ মুহূর্তে ফেরি পরিষেবা বন্ধ করায় বিপাকে যাত্রীরা।
সুদীপ দাস, ৪ ডিসেম্বর:- লঞ্চ ঘাট বন্ধ করা নিয়ে শেষ মুহুর্তে টনক নড়লো জেলা প্রশাসনের। শনিবার প্রথম লঞ্চ পারাপারের পর হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা। ফলে চরম ভোগান্তি যাত্রীদের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়া লঞ্চঘাটের। হুগলীর চুঁচুড়া ও উঃ ২৪পরগনার নৈহাটির মধ্যে এই লঞ্চ পরিষেবা জেলার সবকটি ফেরী পরিষেবার মধ্যে অন্যতম। প্রতিদিন […]
পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শ্রীরামপুরের বঙ্গ দরবারে।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- আজ পুলওয়ামা দিবস ২০১৯ সালের কাশ্মীরের পুলওয়ামায় কাপুরুষ্চিত হামলায় আমাদের দেশের ৪৪ জন বীর জওয়ান শহীদ হয়েছিলেন। তারপর থেকে আমরাই দিনটি শ্রদ্ধা সহকারে পালন করি। সেই সমস্ত বীর জওয়ানদের প্রণাম জানাই। সেই কথা মাথায় রেখে এবারেও আজকের দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুরের এন এস এভিনিউর জনপ্রিয় রেস্তোরাঁ বঙ্গ দরবারে পক্ষ থেকে সেই […]