এই মুহূর্তে জেলা

রেশনে দেওয়া আটা নিম্নমানের , অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের।


হুগলি,১২ মে:- রেশনে দেওয়া আটা নিম্নমানের। সেই অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ রেশনে দেওয়া আটা প্লাস্টিক জাতীয়। সেই আটা মাখার পর তা সম্পূর্ন প্লাস্টিক বা রবারের মতো হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে স্থানীয় বিজেপি সদস‍্যদের নেতৃত্বে আটা মেখে প্রতিবাদে সামিল গ্ৰামের মহিলারা। কিছুক্ষন পরে সিঙ্গুর থানার পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বিজেপির তরফে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এই বিষয়ে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে। অন‍্যদিকে রেশনে নিম্নমানের আটা দেবার অভিযোগে, বিজেপি শাসকদলকে নিশানা করেছে পাল্টা তৃনমুল বিরোধীদের অপপ্রচার বলে উল্লেখ করেছে।। স্থানীয় গ্ৰামবাসীদের অভিযোগে গতকাল রেশন থেকে যে আটা দেওয়া হয়েছে তার বাড়িতে নিয়ে গিয়ে মেখে বেলা যাচ্ছে না। খাবার পর পেট ব‍্যাথা করছে। আটাতে দেখলাম পুরো প্লাস্টিকে ভর্তি। সরকারের কাছে অনুরোধ আটাটা ভালো দেওয়া হোক। তারপর স্থানীয় সদস‍্যদের জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভালো মানের আটা দিতে না পাড়লে বিষ দিয়ে মেরে দিন। এটা খেয়ে শরীর খারাপ করলে লোকে বলবে করোনা ভাইরাস হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.