হুগলি,৮ মে:- লকডাউনের মাঝে কবিপ্রণাম অনুষ্ঠিত হল সিঙ্গুর পূর্ব গ্রীনপার্কের ঠাকুর দালানে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হল। বিগত বছরগুলিতে এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হতো। কিন্তু এবার তা বাঁধ সেধেছে লকডাউনের কারণে। মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে গান, আবৃত্তি ও স্মৃতিচারণ করে পাড়ার কয়েকজন মিলে ছোট্ট করে কবি প্রণাম সারলেন পাড়ার ঠাকুর দালানে। কবির কাছে একটাএ প্রার্থনা কোরোনা ভাইরাস থেকে মুক্ত করুক সারা বিশ্বকে।