হাওড়া, ১৭ নভেম্বর:- বালির হপ্তা বাজারের কাছে শ্রীচরণ সরণির একটি বিস্কুট কারখানায় বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে থাকা ডিজেলের ড্রামে। এরপর আগুন ভয়াবহ আকার নেয়। বালি থেকে দমকলের ৩টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে আসে। আগুনে বিস্কুট কারখানার এক কর্মীর হাতের তালু সামান্য ঝলসে যায়। সেই সময় কারখানায় ৪-৫ জন ছিলেন। কিন্তু সকলেই প্রাণে বেঁচে যান।
দমকলের বালি কেন্দ্রের ওসি আর কে সাহা বলেন, আমাদের কাছে খবর আসে বালি জুটমিলের উল্টোদিকে বাজারের কাছে একটি বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। হাওড়া কন্ট্রোল থেকে ফোন এসেছিল। আমরা প্রথমে ২টো ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসি। এরপর অবস্থা বুঝে আরো একটি ইঞ্জিন ডাকা হয়। মোট তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে মনে হয়েছে এখানে ডিজেলের ড্রাম ছিল। ইলেকট্রিক ফায়ার হয়ে সেই ডিজেলের ড্রাম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেছে বলে মনে করা হচ্ছে। দমকল সময়মতো এসে পৌঁছানোয় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।