কলকাতা,৭ মে:- কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে এলাকার মানুষদের চাল, ডাল, আলু সহ নানা খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল বৃহস্পতিবার । দক্ষিণ কলকাতার হাজরা, বেলতলা সহ বিভিন্ন এলাকায় বস্তিবাসী ও সাধারণ মানুষদের এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মঠের পক্ষ থেকে। গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী অমলাত্মানন্দ মহারাজ বলেন, লকডাউনের জেরে বহু মানুষের রুটি রুজি বন্ধ ।এই সমস্ত গরিব মানুষদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফুটপাতবাসী ও সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।