হাওড়া,২ মে:- শুক্রবার লকডাউনের রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাওড়ার বালির বাসিন্দা এক ব্যক্তি। অ্যাম্বুলেন্স না পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না পরিবারের লোকেরা। অবশেষে হাওড়া সিটি পুলিশের সহায়তায় অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে হাওড়া বালি থানা এলাকার মোহনলাল বাহালওয়ালা রোডের বাসিন্দা সোমেশ ভট্টাচার্য্য নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্টের রোগ ছিল। শুক্রবার রাতে তিনি শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। কিন্তু লকডাউনের কারণে অসুস্থ সোমেশবাবুর পরিবার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করতে পারছিলেন না। কিন্তু সোমেশ বাবুর তখন দ্রুত চিকিৎসার দরকার ছিল। এই পরিস্থিতিতে সোমেশ বাবুর পরিবার বিষয়টি দ্রুত পুলিশকে জানান। ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ পুলিশের কিরণ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছান বালি ট্রাফিক গার্ডের ডিউটি অফিসার। এরপর সোমেশবাবুকে হাসপাতালে কলকাতার একটি হাসপাতালে ভর্তির ববস্থা করে দেওয়া হয়।