এই মুহূর্তে জেলা

সব্জির গাড়ি দাঁড় করিয়ে আবগারি দপ্তর এর গুদাম থেকে বিলিতি মদ পাচার করতে গিয়ে পাকড়াও।


 

বাঁকুড়া,২৮ এপ্রিল:- অত্যাবশ্যক পন্য সরবরাহ সব্জির স্টিকার লাগানো হয়েছে একাধিক বিলাতি মদ ভর্তি গাড়ি আটকের ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল গ্রামে। পুলিশ এসে গাড়ি গুলি আটক করে থানায় নিয়ে যায় ।এই গতকাল রাতে শহর লাগোয়া ভাদুল গ্রামে অবস্থিত আবগারি দপ্তর এর গোদাম থেকে -কয়েকটি গাড়ি বোঝাই করে বিলিতি মদ নিয়ে যাওয়া হচ্ছিল জেলার বিভিন্ন জায়গায়।সব্জি, অত্যাবশ্যকীয় পন্য পরিবহন, ওষুধ স্টীকার লাগানো ওই সব গাড়ি গুলিতে মদ নিয়ে যাওয়া হচ্ছে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় । তারা গাড়ি গুলি আটক করে। স্থানীয় বাসিন্দারা জানান গাড়ি গুলির প্রত্যেকটিতেই বোঝাই করা ছিল হাজার হাজার বোতল নামি কোম্পানির বিলিতি মদ। আটক হওয়া গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদেরকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে এই সমস্ত মদ নিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদের এলাকায়। লক ডাউনের জন্য মদ বিক্রি নিষিদ্ধ, এই অবস্থায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।যদিও বা সরকারী অনুমতি সাপেক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল তবে রাতের অন্ধকারে, অন্য স্টীকার লাগিয়ে কেন? এই কারনেই তাদের ধারনা সংশ্লিষ্ট দফতরের সঙ্গেকিছু মদ বিক্রেতা দের একটি অসাধু চক্র জড়িয়ে আছে এই ঘটনার পিছনে । এদিকে এই ঘটনার তদন্ত দাবী করে বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার বলেন এই ঘটনায় প্রশাসন এবং শাসকদলের মদত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.