পূর্ব বর্ধমান,২৮ এপ্রিল:- স্টেশন সংলগ্ন এলাকা থেকে বাজার তুলে দেওয়ার কথা বলায় রুষ্ট হলেন শাসকদলের শ্রমিক নেতা ।ঘটনার সূত্রপাত হয় বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকার বাজার থেকে বিনা পয়সায় সবজি নেওয়াকে কেন্দ্রকে নিয়ে । স্টেশন বাজারের দোকানদাররা বিনা পয়সায় সবজি দিতে অস্বীকার করেন।এতেই মতবিরোধ দেখা দেয় । বর্ধমান জেলা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ দাবি করেন, পুলিশ স্টেশন বাজার সংলগ্ন এলাকার তরকারির ও ফল বিক্রেতাদের দোকান তুলে দেবার কথা বলেছেন। এ বিষয়ে ইফতিকার আহমেদ বলেন লকডাউন এর পরিস্থিতিতে মানুষজনদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় বন্ধ করা ঠিক নয়। আরো বলেন বেশ কিছু মানুষের এখান থেকে রুজি রুটির সংস্থান হচ্ছে ।এই মানুষ গুলো কথায় যাবে।তিনি হুসিআরী দিয়ে বলেন এই বাজার বন্ধ করলে বর্ধমানের শ্রমিক ইউনিয়নের তত্ত্বাবধানে যে সব বাজার বসে সব বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো দাবি করেন সিপিএম ও বিজেপির এই সব চক্রান্তকে বরদাস্ত করা হবে না । এরপর বলেন ওইসব দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের নামে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছে ।এসব কোনভাবেই মেনে নেওয়া যাবে না।
Related Articles
লকডাউন অমান্যকারীদের কান ধরে উঠবস করাল বিধাননগর থানার পুলিশ।
শিলিগুড়ি , ৫ আগস্ট: পূর্ণ লকডাউনের আগস্ট মাসের প্রথমদিন বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর থানার পুলিশ। এবং যারা অযথা মোটরসাইকেল বা পায়ে হেঁটে বাইরে বেরিয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ দাঁড় করান। এবং জানতে চাওয়া হয় যে কেন তারা বাইরে বেরিয়েছেন। […]
সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু চুঁচুড়ায়।
সুদীপ দাস, ৩০ মার্চ:- নির্মীয়মান বাড়ির খোলা সেপটিক ট্যাঙ্কে পরে মৃত্যু দেড় বছরের শিশুর। উত্তেজনা চুঁচুড়ার আনন্দমঠ পশ্চিমপাড়ায়। মৃত শিশুর নাম অর্ক সরকার। অর্ক পশ্চিমপাড়ারই বাসিন্দা। বুধবার সকালে অর্ক বাড়ির সামনে খেলতে খেলতে পাশে নির্মীয়মান একটি বাড়ির খোলা সেপটিক ট্যাঙ্কে পরে যায় বলে অনুমান। বহু খোঁজাখুজির পর সেপটিক ট্যাঙ্কের জলে ভেসে ওঠে অর্কর দেহ। তড়িঘড়ি […]
১৭৫৪ সালে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু কৃষ্ণনগরে।
কৃষ্ণনগর, ১৪ নভেম্বর:- ১৭৫৪ সাল, বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা। এক দিকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে, বনিকের মানদন্ড রাজদন্ড পেতে আগ্রহী, অন্য দিকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে নবাব আলীবর্দি ও তাঁর নাতি সিরাজ বাংলার নবাবী রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। চতুর নবাব চাইলেন নদিয়ারাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের সাহায্য।ডেকে আনলেন তাঁকে। মহারাজ সিরাজের ব্যবহারে নিমরাজি হন, ফলশ্রুতিতে রাজকর বাকী থাকার অভিযোগে রাজাকে […]