অঞ্জন চট্টোপাধ্যায়,২৪ এপ্রিল:- কলকাতা ময়দানে সাংবাদিকতা তে নক্ষত্র পতন চলে গেলেন চিত্র সাংবাদিক রনি রায় – সাংবাদিকরা এমন পাহারাদার যারা গোটা রাস্তায় আলো জ্বালাবার দায়িত্বে থাকে। কিন্তু তার নিজের ঘরে অন্ধকার। গোটা দুনিয়ার খবর নিলেও তার খবর কেউ নেয় না। কিন্তু এই পেশাতে আবেগ আছে সেখানে কিছু ব্যক্তি এমন আছে যাদের কিছু হলে সেটা দাবানল এর মতো ছড়িয়ে যায়। সেলেব্রেটিরাও অবাক হয়ে চোখে জল আনেন। ঠিক তেমনি হলো সচিন টেন্ডুলকার এর জন্মদিনের দিনে মৃত্যু হলো ময়দান এর খেলাপ্রেমি চিত্র সাংবাদিক রনোজয় রায় এর। তবে ময়দান ও তারকা দের কাছে রনি দা নামেই জনপ্রিয় ছিলেন। প্রায় ৩ দশক এর ওপর বাংলার প্রথম সারির দৈনিক এ ছবি তুলেছেন। খেলার মাঠ মূল জায়গা হলেও অন্য জায়গাতেও ছিল অবাধ বিচরণ। জ্যোতি বসুর বহু জনপ্রিয় ছবি তিনি তুলেছিলেন। খেলার মাঠে তো ভুরি ভুরি বিখ্যাত ছবি তার হাতে তোলা। ময়দান ও খেলাপ্রেমী মানুষটিকে সৌরভ, সচিনরা এক নাম চিনতেন। শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যা ও সুগার ফল্ট করে ৫৭ বছর বয়স এ অকাল প্রয়াণ হলো কলকাতা বাঙুর হাসপাতাল এ। ময়দান এ বহু সাংবাদিক ও চিত্র সাংবাদিক দের উত্থান এর পেছনে রয়েছে রনি রায়। খেলাপ্রেমী মানুষটির জন্য করোনা ভীত ময়দান এ শোকের ছায়া।পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শোক বার্তা পাঠানো হয়েছে।
Related Articles
স্বাধীনতার ৭৫ – এ ফেলে দেওয়া জিনিসেই ৭৫ – ভারত !
সুদীপ দাস, ১৬ জুলাই:- সামনেই ৭৫ তম স্বাধীনতা দিবস। এই আঙ্গিকে ৭৫রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে ৭৫টি ভারতের মানচিত্র তৈরী করে ফেলেছেন দশঘরার চন্দন ব্যানার্জী। চন্দনের অভিনব শিল্প তৈরীতে মনোনিবেশ করেছেন। ইতিমধ্যে তিনি কয়েক হাজার কয়েনের সিঁড়ি তৈরী করে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। এরপর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ৭৫ টি মানচিত্র বানানোর কথা […]
পোলবায় কুন্তি নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ন এলাকা।
সুদীপ দাস, ১৬ সেপ্টেম্বর:- বলাগরের গঙ্গার পর হুগলীতে ফের নদী ভাঙন। এবারে পোলবায় কুন্তি নদীর ভাঙনের কবলে বিস্তীর্ন এলাকা। ইতিমধ্যে একটি রাস্তার প্রায় ১০০ফুট জায়গা এক মানুষ সমান বসে গেছে। রাস্তার পাশেই থাকা রয়েছে বসত ভিটে। স্থানীয়রা এখন আতঙ্কিত এই বুঝি তাঁদের বসত ভিটেকে কুন্তি নদী গ্রাস করে! হুগলীর পোলবা-দাদপুর ব্লকের গোটু ব্রিজ থেকে কুন্তি […]
বাড়লো গুরুত্ব। সাঁত্রাগাছি গভঃ রেলওয়ে পুলিশ আউট পোস্টকে ইনভেস্টিগেশন সেন্টারে পরিণত করা হলো।
হাওড়া , ১৫ আগস্ট:- সাঁত্রাগাছি গভঃ রেলওয়ে পুলিশ আউট পোস্টকে রবিবার ১৫ আগস্ট থেকে সাঁত্রাগাছি ইনভেস্টিগেশন সেন্টারে পরিণত করা হলো। এদিন এর শুভ সূচনা করেন ডিআইজি, রেল (পঃ বঃ) সোমা দাস মিত্র। এদিন এক সাংবাদিক বৈঠকে রেলের ডিআইজি সোমা দাস মিত্র বলেন, শালিমার জিআরপিএসের অধীনে থাকা সাঁত্রাগাছি জিআরপিপি (পুলিশ আউট পোস্ট)-কে এবার সাঁত্রাগাছি ইনভেস্টিগেশন সেন্টারে […]