এই মুহূর্তে জেলা

লকডাউনে সমস্যায় পড়া শিক্ষকের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘বন্ধু’ পুলিশ।

 

হাওড়া,২০ এপ্রিল :- দেশজুড়ে লকডাউনের জেরে হাওড়া জেলার বিভিন্ন স্থানেও চলছে নাকা চেকিং। বন্ধ রয়েছে যানবাহন। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ওষুধ পেতে মানুষের সমস্যা হচ্ছে। তবে বেশ কিছু জায়গায় মানুষের এই সমস্যা দূর করতে এগিয়ে আসছে পুলিশ প্রশাসন। এমনই এক ঘটনা ঘটেছে সোমবার হাওড়ার বালিতে। জানা গেছে, সেখানকার এক বাসিন্দার অতি প্রয়োজনীয় ওষুধ আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হাওড়া সিটি পুলিশ। পেশায় স্কুল শিক্ষক বালির বাসিন্দা অরুপ গুহ জানান, তিনি তাঁর বাবা মা ও দিদি জামাইবাবুর ওষুধ আনতে ভাগ্নেকে পাঠিয়েছিলেন হুগলির উত্তরপাড়ায়। কিন্তু ভাগ্নেকে পুলিশ আটকে দেয়। ওষুধের প্রেসকিপশন দেখানো সত্বেও হাওড়ার বালিতে কর্মরত পুলিশ অফিসারেরা জানান হুগলির উত্তরপাড়া যেতে গেলে পুলিশি ছাড়পত্র লাগবে। তখন তাঁর ভাগ্নে তাঁকে ফোন করে সব জানান। অরূপবাবু বলেন , তাঁর বাবা অমর দাস গুহ ( ৮৬ ) হার্টের ও সুগারের রোগী। মা মায়া গুহকেও নিয়মিত ওষুধ খেতে হয়। জামাইবাবুরও কিডনির সমস্যা। তাই তাঁদের অতি প্রয়োজনীয় ওষুধ আনতে পাঠিয়েছিলাম।কারণ বালিতে এইসব ওষুধ সবসময় পাওয়া যায়না। কিন্তু এই সমস্যা সৃষ্টি হওয়ায় তখন তিনি হাওড়ার এসিপি ট্রাফিক অশোকনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানান। অশোকবাবু বালি ট্রাফিক গার্ডের আইসি কল্যাণ চক্রবর্তীকে বিষয়টি জানান। এরপর পুলিশের উদ্যোগে তাঁরা বাইকে করে উত্তরপাড়া এসে সমস্ত ওষুধ সংগ্রহ করেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অরূপবাবু।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.