এই মুহূর্তে জেলা

পুলিশের নজরদারিতেই হাওড়ায় খুলছে বাজার।

 

হাওড়া,১৯ এপ্রিল:- পুলিশ কড়া হতেই কিছুটা হলেও বদলাতে শুরু করেছে হাওড়ার ছবিটা। প্রতিদিন সকাল থেকেই হাওড়ার বাজারগুলিতে মানুষের যে ঠেসাঠেসি ভীড় লক্ষ্য করা যাচ্ছিল শনিবার সকাল থেকেই সেই চেনা ছবিটা পাল্টাতে শুরু করেছে। করোনা সংক্রমণে হাওড়াকে রেড-স্টার জোন ঘোষণা করার পর থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও সক্রিয় হয়েছে পুলিশ। পুলিশের বাহিনী ছাড়াও র‍্যাফ টহল দিচ্ছে বিভিন্ন রাস্তায়। শনিবার বিকেলে হাওড়ায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। রাস্তায় কেউ অকারণে বেরলেই তাকে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। মাস্ক না পরে রাস্তায় বের হলে বা লকডাউনের আইন ভাঙলে তাদের গ্রেফতার করা হচ্ছে। গাড়িও বাজেয়াপ্ত করা হচ্ছে। রবিবার সকালে হাওড়ার নেতাজি সুভাষ রোড, কালিবাবুর বাজার, কদমতলা বাজারে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই সকলকে বাজার করতে হচ্ছে। ঠেসাঠেসি করে নয়, বরং সকলকে দূরত্ব বজায় রেখেই এদিন বাজার করতে দেখা গেছে। হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার প্রিয়ব্রত রায় বলেন, বিভিন্ন বাজার যেগুলি রেড জোনের মধ্যে পড়ছে সেগুলো বেলা ১২টার মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। যতক্ষণ বাজার খোলা থাকবে ততক্ষণ কোনও দোকানে ৫ জনের বেশি ভীড় যাতে না হয় সে বিষয়টি দেখা হচ্ছে। অকারণে কেউ বাড়ির বাইরে বেরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেককেই নিয়ম ভাঙায় গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে র‍্যাফ টহল দিচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.