চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- ট্রেন দুর্ঘটনায় দু পাই খোয়া গিয়েছিল বহুদিন আগে । কয়েকজন বন্ধু মিলে রেললাইনের পাশে ঘুরতে গিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে কখন যেন গানের দেশে পৌঁছে যায় তারা। কানে হেডফোন ছিল তার । আর গান শুনতে শুনতে কোন এক সময় বসে পড়েছিল ট্রেনের লাইনে কিন্তু সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি তারকেশ্বর হাওড়া লোকাল । ট্রেন দেখে বন্ধুরা সরে যেতে বলেছিল । কিন্তু কানে হেডফোন থাকায় তার দুই পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল ট্রেনের চাকা । সময়টা ছিল ২০১৬ সালের ২৩ মার্চ । তারপর আর সেই রকম কিছু আমার মনে পড়েনি কোনরকমে চিকিৎসা করে আজ আমি এক প্রকার গৃহবন্দী। সংসার চালানো দায় হয়ে পরেছিল কোনরকমে বেঁচে আছি। বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকা পাড়ার বাসিন্দা সুশান্ত হেমব্রম পেশায় রং মিস্ত্রির কাজ করে দিন কাটাতো। দু পা রেল এক্সিডেন্টের যাওয়ার পর বেকারত্বের জ্বালায় ভুগছে সে।
তার উপর করুনার কারনে লকডাউন জন্য নিরুপায় হয়ে দিন কাটাচ্ছে । এমন সময় তার কাছে খবর আছে তারকেশ্বর পৌরসভার উপ পৌরপিতা উত্তম কুন্ডুর গঠিত বিশেষ বিপর্যয় মোকাবিলার টিম সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য করছে । কোনো ক্রমে ওই বিপর্যয় মোকাবিলার টিমের ফোন নম্বর জোগাড় করে ফোন করা হয়। ফোন করে তার সমস্যার কথা জানায় । তাৎক্ষণিক সেই টিমের পক্ষ থেকে তার বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সংসারের জিনিস পত্র সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় তার হাতে । ওই ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার গাড়ি তুলে দেন যে তিনি কিছুটা হলেও যাতায়াতের সুবিধা পাবে এছাড়াও নগদ অর্থ প্রদান করেন। উত্তম কুন্ডু বলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবেলায় মানুষকে বাড়তি সুস্থভাবে রেখে আমার এই তিন দ্বারা সমগ্র জিনিসপত্র এলাকায় প্রদান করা হচ্ছে এই বাড়ি থেকে আমাদের কাছে ফোন যায় আমরা যথাযথ ব্যবস্থা করি এবং আমরা কথা দিচ্ছি যাতে হ্যান্ডিক্যাপ কোটায় যে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান আছে সেটা ব্যবস্থা করে দেয়া যায়।Related Articles
হাওড়ার তিন হাইস্কুলকে শো-কজের নোটিশ।
হাওড়া, ২৪ আগস্ট:- আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হলো হাওড়ার তিন স্কুলকে। শিক্ষা দফতরের কোপে পড়েছে হাওড়ার ওই তিন হাইস্কুল। শো-কজের নোটিশ দেওয়া হয়েছে ওই তিন স্কুলকে। জানা গেছে, স্কুলগুলি হলো বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। স্কুলগুলিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শো-কজের উত্তর দিতে বলা […]
পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বক্সে থাকছে ইউনিক আইডেন্টিটি নাম্বার সঙ্গে কিউআর কোডও।
কলকাতা, ১৮ জানুয়ারি:- রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ব্যালট বাক্স কিনতে চলেছে।গ্রাম পঞ্চায়েতের জন্য ২৯ হাজার, জেলা পরিষদের জন্য ৮৫ হাজার ছোট ব্যালট বাক্স এবং পঞ্চায়েত সমিতির জন্য ২৫ হাজার নতুন বড় ব্যালট বাক্স কেনার বরাত দেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ ছাড়াও ২০১৮ […]
শীতলকুচির ঘটনার ভিডিও ছবি সামনে আনার দাবি জানালো তৃণমূল।
কলকাতা, ১১ এপ্রিল:-শীতলকুচির ঘটনার ভিডিও ফুটেজ সামনে আনার দাবি জানালো তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি থাকা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুথে গোলমাল ও কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার যে দাবী করছেন তার স্বপক্ষে ভিডিও ফুটেজ কোথায় […]








