এই মুহূর্তে জেলা

কোচবিহার শহরে বাদুরের মৃতদেহ ঘিরে আতঙ্ক।


 

 কোচবিহার,১৮ এপ্রিল:- বাদুরের মৃতদেহ ঘিরে আতঙ্ক ছড়াল কোচবিহার শহরে। আজ কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের রায় পেপারের গলিতে একটি বাদুরের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই ওই বাদুরের মৃতদেহ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পালকে। তিনি কোচবিহার পুরসভাকে ওই বাদুরের দেহ উদ্ধার করে প্সহু হাসপাতালে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।এরপরেই পুরসভার স্যানেটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি দল সমস্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা নিয়ে ওই বাদুরের দেহ উদ্ধার করে প্সহু হাসপাতালে পৌঁছে দেয়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, চারদিকে করোনা মহামারির আকার নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাদুরের মাধ্যমেও ওই ভাইরাস ছড়াতে পারে বলে খবর চাউর হয়েছিল। কাজেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। পুরসভার স্যানেটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় বলেন, “মহকুমা শাসক সঞ্জয় পালের নির্দেশে ওই বাদুরের দেহ উদ্ধার করে প্সহু হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বাদুরের দেহের কোন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে কিনা সেটা প্রশাসনের কর্তারাই বলতে পারবেন।”

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.