এই মুহূর্তে জেলা

লকডাউন এর পাশাপাশি হটস্পট এলাকাগুলিতে র‍্যাপিড টেস্ট খুবই জরুরি – ডাঃ পি , কে দাস।

হুগলি,১৫ এপ্রিল:- আমাদের মতন জনবহুল দেশে করোনা থেকে রক্ষার জন্য লকডাউন যেমন একটা পদ্ধতি , তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গায় করোনা ছড়িয়েছে সেইসব জায়গাগুলো চিহ্নিতকরণ করে হটস্পট করে সেখানে যদি আমরা র‍্যাপিড টেস্টের ব্যাবস্থা করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত এই মহামারী থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এ ব্যাপারে বলতে গিয়ে আই এম এ র শ্রীরামপুর শাখার সভাপতি ডাক্তার পি , কে দাস জানালেন আমাদের মতো জনবহুল দেশের জন্য পর্যাপ্ত কিট এর প্রয়োজন । তার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তবে সেটা সবসময় পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অন্য একটা পদ্ধতি আছে যেটা তাইওয়ান এবং অন্যান্য দেশ সেই পদ্ধতিতে পরীক্ষা করছে সেটা হলো একটি কিটের সাহায্যে ৬৪ জনের র‍্যাপিড টেস্ট করা যায়। যদি আমরা হটস্পট প্রবণ এলাকা যেখানে করোনা আক্রান্ত ব্যাক্তি ছিল। সেই এলাকাটা চিহ্নিত করে হটস্পট জোন করা হয়েছে সেখানকার মানুষদের যদি আমরা ওই পদ্ধতিতে একসঙ্গে ৬৪ জন মানুষকে বিশেষ একটি কিটের সাহায্যে পরীক্ষা করা যায় , সে ক্ষেত্রে আমরা অতি দ্রুত পরীক্ষার এর সুফল পেতে পারি তবে এক্ষেত্রে ওই কিট এ ৬৪ জন মানুষের পরীক্ষা হবে । তাতে যদি ৬৪ জন মানুষের রেজাল্ট নেগেটিভ হয় তাহলে ঠিক আছে । যদি এই পরীক্ষায় মধ্যে একজন রোগীর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু ওই ৬৪ জনকে ইন্ডিভিজুয়াল টেস্ট করতে হবে । তবে আমাদের বিশ্বাস যে লকডাউন ছাড়াও যে সমস্ত জায়গা গুলো হটস্পট করা হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে। অতি দ্রুত এগুলোকে করা দরকার ।এবং টেস্ট করা উচিত । কিন্তু সে ক্ষেত্রে টেস্টের জন্য যে কিটের প্রয়োজন সেই কিটের ব্যবস্থা করতে হবে । সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা দ্রুত চিহ্নিত করতে পারব কারা কারা এই রোগের শিকার, এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা যাবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.