এই মুহূর্তে জেলা

অবৈধ টোটো আটকাতে শহরের রাস্তায় অভিযান হাওড়া সিটি পুলিশের।


হাওড়া, ১৪ ডিসেম্বর:- শহরে টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগ সিটি পুলিশের, অভিযান চালিয়ে আটক বেশ কিছু টোটো। বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৭টি বেশি অবৈধ টোটো আটক করেছে পুলিশ। এর মধ্যে গোলাবাড়ি ট্রাফিক গার্ড এলাকায় ২০টি, দাশনগর ট্রাফিক গার্ড এলাকায় ২০টি, হাওড়া ট্রাফিক গার্ড এলাকায় ১৫টি, ধূলাগোড় ট্রাফিক গার্ড এলাকায় ১৬টি, দ্বিতীয় হুগলি ব্রিজের ট্রাফিক গার্ড এলাকায় ৩টি, বালি ট্রাফিক গার্ড এলাকায় ৩টি টোটো আটক করা হয়েছে।

হাওড়া শহরের রাস্তায় অবৈধ টোটো চলাচল বন্ধ করতে উদ্যোগ নিয়েছে হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। প্রসঙ্গত, রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচল পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই কোনা এক্সপ্রেসওয়ে জিটি রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল পুরোপুরি বন্ধ করতে তৎপর হয়েছে পুলিশ। হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড় সহ বিভিন্ন রাস্তায় এদিন অভিযান চালায় ট্রাফিক পুলিশ।