এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে পুলিশের উদ্যোগে এগিয়ে আসছেন অনেকেই। পয়লা বৈশাখের সকালেও হাওড়ায় দেওয়া হল খাদ্যসামগ্রী।

 

হাওড়া,১৪ এপ্রিল:- করোনার জেরে লকডাউন পরিস্থিতিতে এখনও অনেক মানুষ কার্যত কর্মহীন। ঠিকমতো খাবার জুটছে না অনেকের। এই পরিস্থিতিতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রতিদিন দু’বেলা রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে আর্ত অসহায় মানুষের হাতে। বিশেষ করে যারা ভবঘুরে যাদের মাথায় ছাদ নেই বা যারা ফুটপাতে থাকেন এরকম অনেক মানুষকে দুপুরে ও রাতে রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। মঙ্গলবার পয়লা বৈশাখের সকালে হাওড়া সিটি পুলিশের এই উদ্যোগে পাশে এসে দাঁড়ালেন সমাজসেবী মোহন বসু। এদিন তিনি সিটি পুলিশের হাতে ২০০ কেজি চাল, ১০০ কেজি আলু ও ২০ কেজি ডাল তুলে দেন।মোহনবাবু বলেন, এবার অন্যরকম পয়লা বৈশাখের আবহে পুলিশের কাজে এগিয়ে এসেছি। উল্লেখ্য, মূলত যারা ফুটপাতে থাকেন, রাস্তায় ঘুরে বেড়ান, অনেকে খোলা জায়গায় থাকেন এরকম মানুষকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়িয়ে প্রতিদিন দুপুরে ও রাতে রান্না করা খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। প্রতিদিন যাতে এদের খাবারের কোনও অসুবিধা না হয় এবং প্রত্যেকে যাতে খাবার পান সেই ব্যবস্থা করা হয়েছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.