সোজাসাপটা ডেস্ক,৯ এপ্রিল:– যা পরিস্থিতি তা বিচার করে লকডাউন বাড়ানোর আবেদন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এক ভিডিও বার্তায় জানিয়েছেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় লকডাউন চালু রাখার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছেন। এই সময়সীমার মধ্যে ওড়িশায় যাতে কোনো রকম বিমান এবং ট্রেন চলাচল না করে তা দেখার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন।একইসঙ্গে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন আগামী ১৭ ই জুন পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।সামনের দিন গুলি ভাবনা থেকেই এই সুপারিশ তিনি করছেন।করোনাকে বিদায় জানাবার এটাই একমাত্র উপায় জানান পট্টনায়ক।